শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে ই এক্সপো আয়োজনের অনুমতির জট খুলছে, দাবি সচিবের
বিশ্বজিৎ আচার্য, শিলচর।বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : অবশেষে শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো আয়োজনে অনুমতির জট খুলতে চলছে। সাংসদ পরিমল শুক্লবৈদ্যের মধ্যস্থতায় স্পোর্টিং ক্লাবের মাঠে এক্সপো জটিলতা কিছুটা কেটেছে। রবিবার শিলচর স্পোর্টিং ক্লাবের মাঠে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শিলচর স্পোর্টিং ক্লাবের সচিব সিদ্ধার্থ খান, মেলা পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় পাল, কর্মকর্তা নজরুল ইসলাম। সিদ্ধার্থ…