গুয়াহাটিতে রাতে যুবতীকে অপহরণের চেষ্টা
বরাক তরঙ্গ, ১৯ ফেব্রুয়ারি : গুয়াহাটি মহানগরের রবিবার রাতে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটল। ব্যস্ততম জিএস রোড থেকে এক যুবতীকে অপহরণের চেষ্টা দুষ্কৃতি দলের। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে চার যুবক অপহরণ করার চেষ্টা করেছিল। তবে লোকজনের উপস্থিতিতে তরুণীকে অপহরণের চেষ্টা ব্যর্থ হয়।
সিসিটিভি ফুটেজ অনুসারে, যুবতী সহকর্মীর সঙ্গে বাড়ি ফিরছিলেন তখন দলটি তাঁকে একটি চার চাকার গাড়িতে তোলার চেষ্টা করে। কিন্তু এসময় রাস্তা থেকে আগত বহু মানুষ ঘটনাস্থলে জড়ো হন। সঙ্গে সঙ্গে গাড়িটি ঘটনাস্থল ত্যাগ করে। গাড়িটি ওই যুবতীর সঙ্গে থাকা এক যুবককে ধাক্কা দেয়। আহত যুবকের নাম বিষ্ণু কার্কি। ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িটির নম্বর হল AS 01 FK 4099। ব্যবহৃত গাড়ির মালিক পাঞ্জাবাড়ির হীরকজ্যোতি পাঠক বলে জানা যায়। ভঙাগড় থানায় এক এজাহার জমা পড়ে।