কালাইনছড়ায় লরিতে লুটপাট, চালকের উপর হামলা

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : কালাইনছড়ায় পণ্য বোঝাই লরিতে লুটপাট করে চালককে প্রাণে মারার চেষ্টা চালাল দুষ্কৃতিরা। এমন অভিযোগ করে লরি মালিক ওয়ারিস আলি চৌধুরী সোমবার গুমড়া অনুসন্ধান কেন্দ্রে কালাইন তারাপুরের রুহুল আহমদ বড়ভূইয়া ওরফে বাবু সহ আরও ছয়জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন।

মামলার বয়ান অনুযায়ী, ঘটনাটি সংঘটিত হয়েছে গত ৬ অক্টোবর রাত সাড়ে আটটায়। চালক সারিমুল হক হাইলাকান্দির কৃষ্ণপুর থেকে লরিতে স্থানীয় সুপারি বোঝাই করে গুয়াহাটি যাবার পথে দিগরখাল কালাইনছড়া ৬ নং জাতীয় সড়কে পৌঁছালে হঠাৎ বাবু ও তার ছয়জন সাঙ্গপাঙ্গ অস্ত্রশস্ত্র নিয়ে লরিটি আটক করে এবং আক্রমণ চালায় চালকের উপর। চালক সারিমুলকে লরি থেকে নামিয়ে রড ও গাড়ির লিভার দিয়ে বেধড়ক মারধর করে। এমনকি প্রাণে মারার চেষ্টা করে। এরই সঙ্গে লরিতে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সাড়ে বারো টন স্থানীয় সুপারি লুট করে অভিযুক্তরা। পরে চালককে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে আহত চালক নিয়ে ব্যস্ত থাকায় মামলা প্রদানে বিলম্ব হয়েছে বলে মামলায় উল্লেখ করেছেন ওয়ারিস আলি চৌধুরী।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News