হোস্টেলে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর আক্রমণ গুজরাটে

১৭ মার্চ : ফের সংবাদের শিরোনামে গুজরাট। নামাজ পড়ার সময় গুজরাটের এক হস্টেলে ঢুকে ভাঙচুরের অভিযোগ একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই হামলার জেরে ৫ বিদেশি পড়ুয়া আহত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এই পড়ুয়ারা আফগানিস্তান, শ্রীলঙ্কা, তুর্কমেনিস্তান এবং আফ্রিকার দেশ থেকে এখানে পড়তে এসেছিলেন। রাতের বেলা নামাজ পড়ার জন্য হস্টেলের ভিতরেই জড়ো হয়েছিলে ওই পড়ুয়ারা। অভিযোগ, সেই সময় সেখানে উপস্থিত হয় একদল দুষ্কৃতী। তাদের হাতে নানা ধরণের অস্ত্র ছিল। এরপর হস্টেলের ঘরে ঢুকে তারা ভাঙচুর চালায় বলে অভিযোগ।

নিরাপত্তা রক্ষীরা তাদের থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন। হামলার ঘটনার আধঘন্টা পরে সেখানে পৌঁছয় পুলিশ। আহত পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনার নিন্দা করে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপের দাবি জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়াইসি।

হোস্টেলে নামাজ পড়ার সময় বিদেশি পড়ুয়াদের উপর আক্রমণ গুজরাটে

Author

Spread the News