চিকিৎসকদের ওপর হামলা, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা বাংলাদেশে

২ সেপ্টেম্বর : ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলসহ ৪ দফা দাবিতে রবিবার দুপুর থেকে সারা দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতালে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চিকিৎসকরা। ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক গেটে নিউরোসার্জারি ওয়ার্ডের চিকিৎসক ডা. আবদুল আহাদ এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমাদের চিকিৎসকরা নিজের জীবন বাজি রেখে ২৪ ঘণ্টা সেবা দিয়েছেন। এমনকি নিজের পকেট থেকে টাকা দিয়েছেন, খাবার দিয়েছেন। আমরা বাংলাদেশের ডাক্তাররা বৈষম্যবিরোধী আন্দোলনের একটা অংশ। গতকাল নিউরোসার্জারির অপারেশন থিয়েটার থেকে রোগীর লোক এক ডাক্তারকে বের করে এনে মারধর করেছে। শুধু তাই নয়, মারতে মারতে পরিচালকের রুমে নিয়ে গিয়েছে।

ডা. আহাদ বলেন, ‘এ বিষয় নিয়ে আমরা দফায় দফায় বৈঠক করি। বৈঠকে দু’টি সিদ্ধান্ত হয়েছে। অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং আমাদের নিরাপত্তা দিতে হবে। আমরা যারা জরুরি বিভাগে থাকি তাদের নিরাপত্তার জন্য আর্মি-পুলিশসহ অন্যান্য ফোর্স এখানে থাকবে। কিন্তু আমাদের প্রশাসন সেটা দিতে ব্যর্থ।’ তিনি আরও বলেন, ‘গত রাতে আরও দুই বিচ্ছিন্ন ঘটনা ঘটে। বাইরের এক গ্রুপ এক ব্যক্তিকে আক্রমণ করে।

চিকিৎসকদের ওপর হামলা, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা বাংলাদেশে
চিকিৎসকদের ওপর হামলা, ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা বাংলাদেশে

Author

Spread the News