বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : নববর্ষকে সামনে রেখে মানবিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আসাম রাইফেলস। মণিপুরের জিরিবাম, ফেরজাওল, তামেংলং ও ননি জেলার বিভিন্ন দুর্গম গ্রামের অসহায় ও প্রান্তিক মানুষের মধ্যে কম্বল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

দূরবর্তী ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী পরিবারগুলির দৈনন্দিন দুর্ভোগ কিছুটা লাঘব করা এবং সমাজের সার্বিক কল্যাণ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশেষ করে চলমান শীতের মরসুমে এই সহায়তা গ্রামবাসীদের কাছে স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
আসাম রাইফেলসের এই মানবিক প্রচেষ্টা স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং বাহিনীর প্রতি আস্থা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করেছে। নিরাপত্তা রক্ষার দায়িত্বের পাশাপাশি সমাজসেবায় তাদের সক্রিয় ভূমিকা জনগণের পাশে থাকার অঙ্গীকারকেই নতুন করে তুলে



