৩০ ডিসেম্বর : উত্তরাখণ্ডে বর্ষবরণের উৎসবের আমেজ ফিকে হয়ে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনায়। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের আলমোড়া জেলার ভিকিয়াসেনের কাছে একটি যাত্রীবাহী মিনি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যাওয়ায় অন্তত ৭ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আরও ১১ জন যাত্রী গুরুতর জখম হয়েছেন বলে পুলিস সূত্রে খবর।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুমায়ুন মন্ডল বিকাশ নিগম (KMVN)-এর ওই মিনি বাসটি এদিন সকালে দ্বারাহাট থেকে রামনগরের দিকে যাচ্ছিল। বাসে চালক ও কন্ডাক্টর-সহ মোট ১৮ জন যাত্রী ছিলেন। ভিকিয়াসেনের কাছে একটি বাঁকে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি পাহাড়ি রাস্তা থেকে ছিটকে কয়েকশো ফুট নিচে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসন, স্থানীয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আলমোড়ার সিনিয়র সুপারিন্টেনডেন্ট অফ পুলিশ (SSP) দেবেন্দ্র পিঞ্চা জানান, “খাদ থেকে ৭টি দেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১১ জন আহত যাত্রীকে দ্রুত উদ্ধার করে স্থানীয় ভিকিয়াসেন সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।” উদ্ধারকাজ তদারকি করতে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।



