গাজায় গণকবর থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার

২০ এপ্রিল : ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের প্রধান শহর খান ইউনিসের একটি হাসপাতাল থেকে গণকবর আবিষ্কার হল। গণকবর থেকে অন্তত ৫০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

গত ৭ এপ্রিল ইজরায়েলের সেনারা খান ইউনিস ছেড়ে যাওয়ার পর গণকবরটি আবিষ্কার করা হয়। কয়েক মাস ধরে চলা ইজরায়েলের বিমানের বোমাবর্ষণ এবং ভারী লড়াইয়ের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা এলাকা।

গাজার উত্তরাঞ্চলে অভিযান চালানোর সময় বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি বাহিনী। তাদের অনেকেই খান ইউনিসে আশ্রয় নিয়েছিলেন।

পরে সেখানে অভিযান শুরু করলে খান ইউনিসের পাঁচ লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু প্রশাসন। খবর : ইনক্লাব পত্রিকা।

Author

Spread the News