১৭ নভেম্বর : সৌদি আরবে মক্কা থেকে মদিনাগামী তীর্থযাত্রীদের একটি বাস ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ভয়ঙ্কর দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরে যায়। মর্মান্তিক ঘটনায় ৪২ জন ভারতীয় ওমরাহ পালনকারীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহতরা সকলেই হায়দরাবাদের বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং ত্রাণ ও উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে।
সোমবার ভোররাত প্রায় ১.৩০ মিনিটে (ভারতীয় সময়) মক্কা থেকে মদিনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ডিজেল ট্যাঙ্কারের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। উমরাহ সম্পন্ন করে বাসটি মদিনার উদ্দেশে রওনা হয়েছিল। দুর্ঘটনার সময় বাসের সব যাত্রী গভীর ঘুমে ছিলেন বলে জানা যায়। নিহতদের মধ্যে প্রায় ২০ জন নারী ও ১১ জন শিশু রয়েছে বলে হায়দরাবাদের স্থানীয় সূত্রে খবর।
দুর্ঘটনার পরে উদ্ধারকাজ চলছে এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের সাহায্য করছেন। এখনও সরকারি ভাবে সঠিক মৃতের সংখ্যা ঘোষণা করা হয়নি। তবে স্থানীয় সূত্রের দাবি, সংঘর্ষের মুহূর্তেই ৪০ জনের বেশি যাত্রী নিহত হন। হায়দরাবাদসহ তেলেঙ্গানার বিভিন্ন এলাকার যাত্রীরা ওই বাসে ছিলেন বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে হজ ও উমরাহ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সি ঘটনাটি নিশ্চিত করেছে বলে গণমাধ্যম জানিয়েছে। খুব শিগগিরই বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
নিহতদের পরিবারের জন্য ভারতীয় দূতাবাস টোল ফ্রি নম্বর ৮০০২৪৪০০০৩ চালু করেছে। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও আসাদউদ্দিন ওয়াইসি জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাস ইতিমধ্যেই পরিবারগুলিকে প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে।


