১ জানুয়ারি : ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বিস্ফোরণে কেঁপে উঠল সুইৎজারল্যান্ড। সে দেশের বিখ্যাত পর্যটনস্থল ক্রানস মন্টানা (Crans Montana)-র একটি পানশালায় আগুন লেগেছে। নিউ ইয়ারের অনুষ্ঠান চলাকালীন ওই ঘটনা ঘটে।
সংবাদ সংস্থা সূত্রের খবর, উদযাপনের সময়ে ওই অগ্নিকাণ্ড ঘটেছে, এখনও পর্যন্ত একাধিক মৃত্যুর খবর সামনে এসেছে। কোনও কোনও সংবাদ মাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত ৪০ জন মারা গিয়েছেন। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় আগুনে পুড়তে থাকা ওই পানশালার ভিডিও সামনে এসেছে। সেখানে দেখা গিয়েছে, ওই পানশালায় দাউদাউ করে আগুন জ্বলছে। বিবিসি সূত্রের খবর, সুইৎজারল্যান্ডের একটি সংবাদ সংস্থা জানিয়েছে, একটি কনসার্টের সময়ে বাজি ফাটানোর জন্য আগুন লেগেছে, যদিও পুলিশের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি।
এএফপি-র প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে বিস্ফোরণের উৎস এখনও জানা যায়নি। দি গার্ডিয়ান-এর প্রতিবেদনে এএফপি-কে উদ্ধৃত করে বলা হয়েছে, সুইৎজারল্যান্ডের পুলিশের মুখপাত্র গেইতেন লাথিয়ন (Gaetan Lathion) বলেছেন, ‘কোথা থেকে বিস্ফোরণ হয়েছে এখনও জানা যায়নি। একাধিক মৃত্যু হয়েছে, বহু লোক আহতও হয়েছেন।’
সংবাদ সংস্থা সূত্রের খবর, যে সময়ে এই বিস্ফোরণ ঘটেছে, সেই সময়ে একশোরও বেশি লোক উপস্থিত ছিলেন ওই পানশালায়। আশঙ্কা করা হচ্ছে, হতাহতদের মধ্যে পর্যটকেরাই বেশি থাকতে পারেন। উদ্ধারকাজ শুরু করা হয়েছে, পুলিশ ও দমকলের বাহিনী গিয়েছে সেখানে। একাধিক হেলিকপ্টারও উদ্ধারকাজে নামানো হয়েছে।
সুইৎজ়ারল্যান্ডের ভালাইস এলাকায় একটি অভিজাত স্কি রিসর্ট ক্রানস-মন্টানা। বছরের বেশিরভাগ সময়ে বিদেশি পর্যটকদের ভিড় থাকে এই এলাকায়া।
খবর : দৈনিক ইনকিলাব পত্রিকা ডিজিটাল।


