৪৮ এ-ই স্তব্ধ জীবন তামিল অভিনেতার
৩০ মার্চ : প্রয়াত ড্যানিয়েল বালাজি। শুক্রবার রাতে হৃদরোগে মৃত্যু হয় তাঁর। বয়স মাত্র ৪৮! অসুস্থ বোধ করার সঙ্গে সঙ্গে তাঁকে চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার বালাজির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। চলচ্চিত্র বিশ্লেষক শ্রীধর পিল্লাই বালাজির মৃত্যুর খবর প্রথম জানান। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ দক্ষিণী বিনোদন দুনিয়া।
তামিল (Tamil) ছবিতে মূলত খলনায়কের চরিত্রে দেখা যেত ড্যানিয়েলকে। খুব অল্প সময়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। ড্যানিয়েলের কেরিয়ার শুরু নাট্যমঞ্চ থেকে। কমল হাসানের অসমাপ্ত ‘মরুধুনায়াগাম’-এ ইউনিট প্রোডাকশন ম্যানেজার হিসাবে তাঁর কর্মজীবন শুরু হয়। কমল হাসানের (Kamal Haasan) সঙ্গেই ‘ভেত্তিয়াদু ভিলাইয়াদু’ ছবিতে অভিনয় করে তাক লাগিয়েছিলেন অভিনেতা। তামিল ছাড়াও তিনি বেশ কয়েকটি মালায়ালাম, তেলেগু এবং কন্নড় ছবিতে অভিনয় করেছেন। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘আরিয়াভান’ ছবিতে।