সড়ক নির্মাণে জমি অধিগ্রহণে দুর্নীতির, সহকারী নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : অসম মালা স্কিমের অধীনে জমি অধিগ্রহণে দুর্নীতির অভিযোগে গ্রেফতার করা হল এক সহকারী নির্বাহী প্রকৌশলীকে। ধেমাজি তেলিজান থেকে ঢাকুয়াখানার সংযোগ সড়ক নির্মাণের আগে ২৪ কোটি ১৫ লাখ ১৭ হাজার ৬৪৪ টাকার জমি অধিগ্রহণের অভিযোগে ধেমাজি সড়ক বিভাগের তৎকালীন সহকারী নির্বাহী প্রকৌশলী সুনীল দলেকে ধেমাজি পুলিশ গ্রেফতার করেছে।

উল্লেখ্য, মাছখোয়া অঞ্চলের দুই যুবক চিন্টু শইকিয়া ও মিন্টু রাজ কামান ২০২২ সালে ডিসেম্বর মাসে জমি অধিগ্রহণের নামে দুর্নীতি সম্পর্কে ধেমাজি জেলা প্রশাসন, মুখ্য সচিব, সিআইডি বিভাগ, মুখ্যমন্ত্রীর দুর্নীতি মনিটরিং সেল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। কোন ফল না পেয়ে ফের চলতি বছরের জানুয়ারিতে অসম সরকারের সচিব এবং আগস্টে মুখ্যমন্ত্রীর মনিটরিং সেল অভিযোগ দাখিল করেন।

Author

Spread the News