স্মার্টমিটার ইস্যু এবং শিবসাগরের ঘটনা নিয়ে উত্তপ্ত বিধানসভা

বরাক তরঙ্গ, ২২ আগস্ট : স্মার্টমিটার ইস্যু এবং শিবসাগরে অনঅসমিয়াদের দ্বারা অসমিয়া মেয়ের সঙ্গে দুর্ব্যবহার নিয়ে বৃহস্পতিবার অসম বিধানসভা উত্তপ্ত হয়েছে। বিরোধীরা শিবসাগরের ঘটনায় হাউসে আলাদা বিতর্কের আহ্বান জানিয়েছিল এবং স্মার্ট মিটার ইস্যুতে অধিবেশন স্থগিত করার প্রস্তাব করেছিল। স্পিকার প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং বিরোধীরা প্রতিবাদে হাউস ছেড়ে চলে যায়।

অখিল গগৈ বিরোধীদের তরফে সভা মুলতবি করার প্রস্তাব করেছিলেন। অখিল গগৈ বলেন, রাজ্যে ব্যাপক আইন শৃঙ্খলা অবনতি হয়েছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে রাজ্যে ২২ জনেরও বেশি মহিলা ও যুবতী ধর্ষণের শিকার হয়েছে। তাই এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।

স্মার্ট মিটার ইস্যুতে বিধানসভায় বিরোধীরা উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করলে, মন্ত্রী পীযূষ হাজরিকা বলেছেন মন্ত্রী ও বিধায়কদের বাড়িতেও স্মার্ট মিটার বসানো হবে। জমি বিক্রি নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে বিধায়ক আমিনুল ইসলামও সভা স্থগিত করেন। বিরোধী দলের সব প্রস্তাব নাকচ করে দেন স্পিকার।

স্মার্টমিটার ইস্যু এবং শিবসাগরের ঘটনা নিয়ে উত্তপ্ত বিধানসভা

অসম বিধানসভার শরৎকালীন অধিবেশন শুরু হয়েছে আজ। অধিবেশন চলবে আগামী পাঁচ দিন। বিরোধীরা হাউস ছেড়ে হাউসের বাইরে বিক্ষোভ করে। বিক্ষোভে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরা এবং ধুবড়ির বিধায়ক রকিবুল হুসেন।

স্মার্টমিটার ইস্যু এবং শিবসাগরের ঘটনা নিয়ে উত্তপ্ত বিধানসভা

এদিকে, সকাল দিকে স্মার্ট মিটারের প্রতিবাদ জানিয়ে স্মার্ট মিটার ও লণ্ঠন হাতে নিয়ে বিধানসভার চত্বরে উপস্থিত হন অখিল গগৈ। স্মার্ট মিটারের শুল্ক বৃদ্ধির বিষয়েও তিনি গণমাধ্যমকে বিস্তারিত জানান।

Author

Spread the News