আইএসবিটিতে নির্বাচন সংক্রান্ত বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম প্রশাসনের
জনসংযোগ, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : ভোটের দিন নির্বাচন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা এর দ্রুত নিস্পত্তিতে বিধানসভা ভিত্তিক কন্ট্রোল রুম খুলল কাছাড় জেলা প্রশাসন। শিলচর লোকসভা নির্বাচনকে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে। কমপ্লেন্ট ও মনিটরিং কন্ট্রোল রুম নামে শিলচর রামনগরস্থিত আইএসবিটিতে জেলার ৭ বিধানসভা নিয়ে আলাদা করে কক্ষগুলি খুলা হয়েছে। নির্বাচনের বিভাগীয় ভারপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত বুধবার এক নির্দেশে নিয়ন্ত্রণ কক্ষের অপারেটরের নাম সহ ফোন নম্বর ঘোষণা করেছেন। সে অনুযায়ী নিম্নে বিধানসভা এলাকা ভিত্তিক কনট্রোল রুমের পরিচালক ও ফোন নম্বর দেয়া হল।
লক্ষীপুর বিধানসভা এলাকার জন্য প্রিয়া আচার্য, ফোন : ৯৪০১৫৭৫৩২৬, উধারবন্দ এলাকার জন্য পিনাকীরানি নাথ, ফোন : ৯৪৩৫৬৩০৩৯২, কাটিগড়ার জন্য সোহেব আহমেদ রাজবড়ভূইয়া, ফোন : ৯৪৩৫৬৩০৩৮৬, বড়খলা এলাকার জন্য আয়ুষ দাস, ফোন : ৯৪০১৫৭৫৩৫২, শিলচর বিধানসভা এলাকার জন্য দিলওয়ার হোসেন লস্কর, ফোন : ৯৪৩৫৬৩০৩৮৭, সোনাই এলাকার জন্য রোমানা সুলতানা লস্কর, ফোন : ৯৪০১৫৭৫৩৮১ এবং ধলাই এলাকার জন্য সম্রাট দাস, ফোন : ৯৪৩৫৬৩০৪৩১।