খেলো ইন্ডিয়ায় অসমের একমাত্র প্রতিযোগী ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়

ইকবাল লস্কর, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের ব্যাডমিন্টন ইভেন্ট শুরু হতে চলেছে শনিবার। আর এই ইভেন্টেই রয়েছে আসামের একমাত্র প্রতিযোগী বিশ্ববিদ্যালয় দল অর্থাৎ ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়। তাই রাজ্যের সম্মান রক্ষার দায়িত্ব এখন ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের। আর সেজন্য শনিবার সবার নজর থাকবে আমিনগাঁওয়ের ন্যাশনাল সেন্টার ফর এক্সেলেন্স-এ। মোট ১৬টি দলকে নিয়ে শুরু হবে নকআউট আসর। প্রি কোয়ার্টার ফাইনাল দিয়ে শুরু হবে। পদক জিততে হলে তিনটি ম্যাচ জিততে হবে ডিব্রুগড় দলকে। একটি ম্যাচে পাঁচটি খেলা। তিনটি সিঙ্গলস ও দু’টি ডাবলস।

এদিকে, মহিলাদের ফুটবলের ম্যাচগুলি হচ্ছে গুয়াহাটির নেহরু স্টেডিয়ামে। হকি খেলা হচ্ছে গুয়াহাটি ভেটাপাড়ার মওলানা মহম্মদ তৈয়বুল্লা হকি স্টেডিয়ামে। এবার দূরদর্শনের ভাষ্যকার হিসেবে গুয়াহাটি এসেছেন মহিলা হকি তারকা রানি রামপাল। অলিম্পিয়ান রানি এখানে এসে পুরনো স্মৃতি রোমন্থন করলেন। তিনি জানান, মাত্র ১৩ বছর বয়সে ২০০৭ সালের ন্যাশনাল গেমসে তিনি গুয়াহাটিতে খেলতে এসেছিলেন। শুক্রবারের দিনটা মেহেক পাঠান বিশেষভাবে মনে রাখবেন। কারণ, সাবিত্রীবাই ফুলে ইউনিভার্সিটির এই তিরন্দাজ এদিন দু’টি সোনা জিতেছেন। ব্যক্তিগত কমপাউন্ড এবং মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মেহেক।

খেলো ইন্ডিয়ায় অসমের একমাত্র প্রতিযোগী ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়

উল্লেখ্য, উত্তর পূর্ব ভারতে আয়োজিত খেলো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয় গেমসের আয়োজন এক সপ্তাহ পূর্ণ হয়ে গেল। ১৯ ফেব্রুয়ারি উদ্বোধন হলেও খেলা শুরু হয়ে গিয়েছিল ১৭ তারিখ থেকে। আইজলে পুরুষদের ফুটবল ইভেন্ট চলছে। এতে অন্যতম রেফারি হিসেবে রয়েছেন শিলচরের জাতীয় রেফারি আব্দুল মজিদ চৌধুরী। বৃহস্পতিবার প্রথম ম্যাচে কালিকট বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয়কে ৩-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে পঞ্জাব বিশ্ববিদ্যালয় এক গোলে হারায় গুরুনানক দেব বিশ্ববিদ্যালয়কে।

Author

Spread the News