গোয়ায় খুন অসমের যুবক, পৌঁছল মৃতদেহ

বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : গোয়ার জঙ্গল থেকে অসমিয়া এক ব্যক্তির লাশ উদ্ধার হল। শোণিতপুর জেলার জামুগুড়িহাটের করাতিপার গ্রামের ইন্দ্র নাথ গোয়ায় সিকিউরিটির কাজ করতেন। কর্মস্থলের কাছে একটি জঙ্গলে নাথের মৃতদেহ উদ্ধার হয়। দুই দিন আগে লাশটি উদ্ধার করেন স্থানীয়রা। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন।

শনিবার জামুগুড়িহাটে নাথের মৃতদেহ গোয়া থেকে আনা হয়েছে। জামুগুড়িহাটে নিজ বাড়িতে পৌঁছার পর পরিবারে শোকাকুল পরিবেশ সৃষ্টি হয়েছে।

Author

Spread the News