ভূমিকম্পে কেঁপে ওঠে অসম
বরাক তরঙ্গ, ৮ মে : ভূমিকম্পে কেঁপে ওঠে অসমের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলীয় আরেকটি রাজ্য। বুধবার সকালে অসমের কিছু অংশ এবং উত্তর-পূর্বাঞ্চলের আরেকটি রাজ্যে ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তর-পূর্বের দু’টি রাজ্যে মৃদু ভূমিকম্প আঘাত হেনেছে।
ভোর ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.১। এর কেন্দ্রস্থল ছিল পার্শ্ববর্তী রাজ্য অরুণাচল প্রদেশ। ভূমিকম্পটি অসমের গোগামুখ এবং উত্তর লখিমপুরের পাশাপাশি পার্বত্য রাজ্যে আঘাত হেনেছে।
অরুণাচল প্রদেশের দক্ষিণ শোভানসিরি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।