আন্তঃ কলেজ ফুটবল ট্রফি নিজেদের ঘরে তুলল আসাম বিশ্ববিদ্যালয়

বরাক তরঙ্গ, ১৩ জানুয়ারি : আন্তঃ কলেজ ফুটবল প্রতিযোগিতার খেতাব নিজেদের ঘরে তুললো আসাম বিশ্ববিদ্যালয়। শনিবার বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে আয়োজিত ১১তম এই টুর্নামেন্টের ফাইনালে তারা একমাত্র গোলে হাফলং গভঃ কলেজকে হারিয়ে চ্যাম্পিয়নের এই শিরোপা লাভ করে । ফলাফল ১-০। এদিন ম্যাচের ১৫ মিনিটেই লিড নিয়ে নেয় বিশ্ববিদ্যালয়। তাদের হামকামের পা থেকে চ্যাম্পিয়নসুচক গোলটি আসে। আর বাদবাকি ৭৫ মিনিট প্রতিপক্ষ হাফলং গভঃ কলেজ দলকে রক্ষণে দেয়াল দিয়ে ঘিরে রাখে বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়েয়া। শক্ত রক্ষণ ভেদ করে ম্যাচে সমতা ফেরানো সম্ভব হয়নি হাফলং মহাবিদ্যালয় দলের। তবে দুপক্ষের হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ উপভোগ্য হয়ে উঠে।

আন্তঃ কলেজ ফুটবল ট্রফি নিজেদের ঘরে তুলল আসাম বিশ্ববিদ্যালয়

এদিনের খেলা শেষে ব্যাক্তিগত বিভিন্ন বিভাগে সেরা ও দুটি দলের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিরা। ব্যক্তিগত পুরস্কারের মধ্যে সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন মৃগাঙ্ক বরা। তিনি টুর্ণামেন্টের সেরাও হন। সেরা ডিফেণ্ডারের পুরস্কার জিতেন লেংদুসাম হাংসান, সেরা লিঙ্কম্যান হন এন এইচ হাইমুতাং, সেরা ফরোয়ার্ড হামকাম জর্মই, টপ স্কোরার তুষারজিৎ হোজাই ও ম্যাচ সেরা ফাইনাল গৌরবকুমার সিংহ। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ, বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের সঞ্চালক অধ্যাপক এম গঙ্গাভুষন, এএফএ-র রেফারি অ্যাসেসর মৃণাল কান্তি রায়, সমর রায় প্রমুখ। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্যও পেশ করেন তারা। 
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News