নানা কর্মসূচিতে আসাম বিশ্ববিদ্যালয় ডিফু ক্যাম্পাসের প্রতিষ্ঠা দিবস উদযাপন
বরাক তরঙ্গ, ২১ জুলাই : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হল আসাম বিশ্ববিদ্যালয়ের ডিফু ক্যাম্পাসের ১৯তম প্রতিষ্ঠা দিবস। এ উপলক্ষে ডিফুতে আয়োজিত অনুষ্ঠানে পৌরোহিত্য করেন উপাচার্য অধ্যাপক রাজীবমোহন পন্থ। প্রতিষ্ঠা দিবসের ভাষণ দেন বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী অধ্যাপক অশোককুমার সেন। স্বাগত বক্তব্য রাখেন সহ-উপাচার্য অধ্যাপক বিশ্বাস।

উপাচার্য অধ্যাপক পন্থ বক্তব্য রাখতে গিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও সম্প্রীতির ওপর জোর দেন। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের অভিভাবকের মতো যত্ন নেওয়া উচিত। পাশাপাশি উপাচার্য যে কোনও নিরাপত্তা সংক্রান্ত হুমকির বিরুদ্ধে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণেরও পরামর্শ দেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবন্ধক ড. প্রদোষকিরণ নাথ, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, উপ-নিবন্ধক বিশ্বজিৎ দেব, নির্বাহী বাস্তুকার সীমান্ত পাল, অধ্যাপক একে তামুলি, অধ্যাপক সিতাংশু কুমার সহ ডিফু ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের প্রধান, ছাত্রছাত্রী ও গবেষকরা।

এদিন নতুন অতিথিশালা সহ আরও তিনটি অ্যাকাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। এই নতুন অ্যাকাডেমিক ভবনে জীববিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস ও উপজাতীয় অধ্যয়ন কেন্দ্র, পদার্থবিদ্যা, ভূগোল, হিন্দি, অসমিয়া এবং ইংরেজি বিভাগ স্থানান্তরিত হবে।