শিলচরে শুরু হল অসম স্টেট জুনিয়র র্যাঙ্কিং টেনিস টুর্নামেন্ট
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : দীর্ঘদিন পর শিলচরে বসল মেগা টেনিস প্রতিযোগিতার আসর। দ্য টেনিস ক্লাব শিলচরের ব্যবস্থাপনায় আয়োজিত শুক্রবার সকালে আসরের উদ্বোধন হয়। প্রতিযোগিতার ফলাফল এরকমের অনূর্ধ্ব ১০ ফাইনালে ফাগুনজ্যোতি মুখোমুখি হবেন আয়ুশ্রী নাথ। এ পর্যন্ত একটি মাত্র কোয়ার্টার ফাইনাল ম্যাচ হয়েছে। তবে বাকি যে ছয়জন খেলোয়াড় কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তাঁরা হলেন- অর্ণবী দেবনাথ, আরিয়ানা কাকতি, আরিশা মোহন চৌধুরী, নাবিহা মরিয়ম, সোনি প্রজাপতি ও সংস্কৃতি সৌরভ বরা।
অনূর্ধ্ব ১৪ বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেছেন দ্বিতীয় বাছাই নাইম হুসেন। শেষ আটের ম্যাচে তিনি অভিস্পা গগৈকে পরাজিত করেন। প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন নাইম। অভিস্পা অবশ্য আগের রাউন্ডে পার্ল সুধীরের বিরুদ্ধে বাজিমাত করেন। উল্লেখ্য, এদিন আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের সুচনা করেন সারা অসম টেনিস সংস্থার (এএটিএ) সচিব অঙ্কুশ দত্ত, রাজ্য সংস্থার সহসভাপতি তথা শিলচর টেনিস ক্লাবের সদস্য অরিজিৎ কুমার এন্দো, সভাপতি মহাবীর জৈন, ক্লাব সচিব দেবাশিস স্বামী, টুর্নামেন্ট ডিরেক্টর সুজিত দাশগুপ্ত, টুর্নামেন্ট আহ্বায়ক অরূপ কুমার দেব প্রমুখ। বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন তারা।
সংস্থার নিজস্ব টেনিস কোর্টে সারা অসম স্টেট জুনিয়র র্যাঙ্কিং টেনিস প্রতিযোগিতা সহ এই আসরে বসছে নর্থইস্ট ওপেন মাস্টার্স প্রাইজমানি টেনিস টুর্নামেন্ট ও বরাক ভিত্তিক টুর্নামেন্টের আসর। আসরে চিফ রেফারি হিসেবে রয়েছেন শিলচরেরই শিবাশিস দত্তগুপ্ত।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।