মুম্বাইয়ের বিরুদ্ধে বাজেভাবে শুরু করল অসম

রণজি ক্রিকেটে রাজ্য দলের হয়ে প্রথম খেললেন শিলচরের চার ক্রিকেটার

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : রনজি ক্রিকেটে এই প্রথমবার অসমের হয়ে মূল একাদশে বৃহস্পতিবার একসঙ্গে খেললেন শিলচরের ৪ ক্রিকেটার। বরাকের ক্রিকেটের জন্য এটা এক ইতিহাস। এদিন মুম্বাইর অধিনায়ক অজিঙ্ক রাহানেকে নিয়ে শিলচরের দিবাকর জোহরির আরেকটি ঘটনা ঘটে যায়। রাহানে যখন ১৮ রানে খেলছিলেন। দিবাকরের বলে মিড অনের দিকে ড্রাইভ মারেন রাহানে। এরপর রান নিতে গিয়ে নন স্ট্রাইকার শিবম দুবের সঙ্গে তাঁর ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। মিড অন থেকে আসাম অধিনায়ক ডেনিশ দাস থ্রো করেন। আর, বলের লাইনে এসে যাওয়ায় ভুলবশত সেটা শরীর দিয়ে আটকে দেন রাহানে। আসামের ক্রিকেটাররা আপিল করলে আম্পায়ার আউট দিয়ে টি ব্রেক দিয়ে দেন। ঐ বিরতির সময় অধিনায়ক ডেনিশ এবং কোচ ট্রেভর গনসালভেজ আম্পায়ারকে বলে রাহানের আউট উইথড্রো করে নেন। ফলে আবার খেলতে নামেন রাহানে। যদিও চার রানের বেশি যোগ করতে পারেননি তিনি।
সে যাক, শিলচরের চার ক্রিকেটার হলেও দিনটি অসমের জন্য চলতি মরশুমের এই শেষ ম্যাচটা খুব ভালো হয়নি। খুব বাজেভাবে এর সূচনা হল।

এদিন মুম্বাইয়ের বিরুদ্ধে মাত্র ৮৪ রানে আসামের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটে। এর মধ্যে শিলচরের অভিষেক ঠাকুরি করেন সর্বোচ্চ ৩১ রান। এছাড়া আব্দুল আজিজ কুরেশি ১৫ এবং সাহিল জৈন ১২ রান করেন। আর কেউই দুই অঙ্কের রান পাননি। পারভেজ মুশাররফ করেন মাত্র দুই রান। মুম্বাইয়ের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর ১০.১ ওভারে মাত্র ২১ রান দিয়ে ছয় ছয়টি উইকেট দখল করেন।

জবাবে প্রথম দিনের শেষে মুম্বাই দলের সংগ্রহ ৬ উইকেটে ২১৭ রান। শিবম দুবে ১০১ এবং শার্দূল ঠাকুর ২ রানে খেলছেন। পৃথ্বী শো ৩০, অধিনায়ক অজিঙ্ক রাহানে ২২ এবং হার্দিক তোমর ২২ রান করেন। শিলচরের স্পিনার রাহুল সিং পেয়েছেন দুই উইকেট। তবে দিনের সেরা চমক অভিষেককারী শিলচরের পেসার দিবাকর জোহরি। তিনি পৃথ্বী শো-কে এলবি ডাব্লু এবং অজিঙ্ক রাহানেকে বোল্ড করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন।

Author

Spread the News