বিনামূল্যের বাস পরিষেবা ও রেলে রিজার্ভেশন পুনরায় চালুর দাবি উঠল অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনে

বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : বিনামূল্যের বাস পরিষেবা ও রেলে রিজার্ভেশন টিকিটে ছাড়ের সুবিধা পুনরায় চালু  একাধিক গুরুত্বপূর্ণ দাবি উঠল শ্রীভূতিতে অনুষ্ঠিত অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের কার্যনির্বাহী সভায়। রবিবার শ্রীভূমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অসম জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের ২০২৫–২৭ কার্যকালের দ্বিতীয় কার্যনির্বাহক সভা। এ দিন শ্রীভূমি জেলা জ্যেষ্ঠ নাগরিক অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে এক সাংগঠনিক সভায় একাধিক দাবি স্থান পায় আলোচনায়।

অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ২০২৫–২৭ কার্যকালের দ্বিতীয় কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি বানেশ্বর খাউন্ডের সভাপতিত্বে প্রায় তিন ঘণ্টাব্যাপী এই সভা চলে। সভায় কেন্দ্রীয় সম্পাদক প্রসন্নকুমার বরঠাকুর প্রতিবেদন উপস্থাপন করেন এবং বিত্ত সম্পাদক শেখর বরুয়া আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব পেশ করেন। এদিন একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন ও সর্বসম্মতভাবে গৃহীত হয়।
সভায় কেন্দ্রীয় সম্পাদক প্রসন্ন কুমার বড়ঠাকুর জানান, বিভিন্ন দাবি ও আর্থিক সহায়তার বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করা হয়। বৃদ্ধভাতা বৃদ্ধির দাবিতে সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বর্তমানে সরকার প্রদত্ত আড়াইশ টাকা বৃদ্ধভাতা একজন প্রবীণের ন্যূনতম চাহিদা পূরণে অপ্রতুল বলে উল্লেখ করে তা বাড়িয়ে দুই হাজার টাকা করার দাবি জানানো হয়। এছাড়া গুয়াহাটিতে নির্মীয়মান কার্যালয় ভবনের জন্য আর্থিক সহায়তা চাওয়া হলে মুখ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে ২০ লক্ষ টাকা মঞ্জুর করেছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি বানেশ্বর খাউন্ড বলেন, গুয়াহাটি কার্যালয় প্রাঙ্গণে নির্মিতব্য ভবনে রাজ্যের বিভিন্ন জেলার সদস্যদের থাকার সুবিধা থাকবে। বিশেষ করে চিকিৎসার প্রয়োজনে গুয়াহাটিতে আসা সদস্যদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।

শ্রীভূমি জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি সতু রায় বলেন, এই কার্যনির্বাহক সভায় রাজ্যের প্রতিটি জেলা থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন। সভায় বিশেষভাবে ৬০, ৭০ ও ৮০ বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভিযোগ নিয়ে আলোচনা হয়। বিনামূল্যের বাস পরিষেবা পুনরায় চালু করা, রেলে রিজার্ভেশন টিকিটে ছাড়ের সুবিধা পুনর্বহালসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে, যা সরকারের কাছে প্রেরণ করা হবে। এছাড়া স্বাস্থ্য পরিষেবা, ব্যাংক, জীবন বিমা ও রেলে প্রবীণদের জন্য পৃথক কাউন্টার চালুর দাবিও পুনরায় তোলা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি পৃথুরাম বড়ুয়া, সহ-সভাপতি অতুল বরুয়া, শিক্ষা সম্পাদক মালাশ্রী লস্কর বড়া, প্রচার ও জনসংযোগ সম্পাদক অনুপ কুমার বরঠাকুর, স্বাস্থ্য সম্পাদক বুধীন সৈকিয়া। এছাড়া শ্রীভূমি জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিষ্ণুপদ সাহা, কার্যকরী সভাপতি মনতোষ দেব, সহ-সভাপতি নির্মলেন্দু দত্ত, সহ-সম্পাদক সুর্নিমল দাস, সাংগঠনিক সম্পাদক খায়ার উদ্দিন, কোষাধ্যক্ষ সন্তোষ কুমার দত্তসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ দিন সকাল ন’টায় বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনের সামনে সম্মিলনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি বানেশ্বর খাউন্ড। পরে অস্থায়ী শহিদ বেদীতে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রসন্ন কুমার বড়ঠাকুর। সকাল দশটায় স্মৃতি ভবনের প্রেক্ষাগৃহে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত বিশেষ অতিথিদের সংবর্ধনা প্রদান ও সমবেতভাবে প্রদীপ প্রজ্বালন করা হয়। স্বাগত ভাষণ দেন শ্রীভূমি জেলা জ্যেষ্ঠ নাগরিক সম্মিলনের সভাপতি সতু রায়। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় রবীন্দ্রসঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *