বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : আসাম রাইফেলস শ্রীকোণায় অবস্থিত এইচকিউ আইজিএআর (ইস্ট)-এ কাছাড় জেলার কাটিগড়ার হলি ফ্লাওয়ার সিনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীদের জন্য এক বিশেষ অস্ত্র প্রদর্শনীর আয়োজন করে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সশস্ত্র বাহিনীতে যোগদানে অনুপ্রাণিত করা।
এই অনুষ্ঠানে মোট ১৩২ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা পদাতিক বাহিনীতে ব্যবহৃত বিভিন্ন অস্ত্র সম্পর্কে সরাসরি ধারণা লাভের সুযোগ পায়। আসাম রাইফেলসের জওয়ানদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তারা অস্ত্রগুলোর ইতিহাস, ব্যবহার ও গুরুত্ব সম্পর্কে বিস্তারিত জানতে পারে।

অস্ত্র প্রদর্শনীর মাধ্যমে যুব সমাজের মধ্যে দেশপ্রেম, জাতীয় গৌরব এবং সশস্ত্র বাহিনীতে কর্মজীবন গড়ার আগ্রহ সৃষ্টি করাই ছিল এই উদ্যোগের প্রধান লক্ষ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে বিভিন্ন ইন্টার্যাকটিভ সেশনে অংশ নেয়।
এই উপলক্ষে আসাম রাইফেলসের সদস্যরা দেশের সমৃদ্ধ ঐতিহ্য, শৃঙ্খলা ও জাতির সেবায় আত্মনিয়োগের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন, যা তরুণ মননে গভীর প্রভাব ফেলে। জাতীয় সংহতি জোরদার করা ও যুবসমাজকে অনুপ্রাণিত করার এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।



