ফেরজাওল জেলায় এনগাম্পাবুং গ্রামে নিরাপত্তা বৈঠক করল আসাম রাইফেলস

বরাক তরঙ্গ, ১ ডিসেম্বর : মণিপুরের ফেরজাওল জেলার ভাংগাই উপবিভাগের অন্তর্গত এনগাম্পাবুং গ্রামে একটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকের আয়োজন করল আসাম রাইফেলস। এই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল গ্রাম কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে যৌথ উদ্যোগকে শক্তিশালী করা।

বৈঠকে উপস্থিত ছিলেন আসাম রাইফেলসের আধিকারিকরা, গাঁও বুড়া, পাস্টরসহ এনগাম্পাবুং, জৈখান, উত্তর খারখুপ্লিয়েন, ফুলপুই, কাংরেং, পাটপাইমুন ও সার্তুইনিক গ্রামের কর্তৃপক্ষ।

বৈঠকে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা, নাগরিক সমাজ সংগঠন ও আসাম রাইফেলসের মধ্যে যোগাযোগ আরও উন্নত করা, সমাজের সক্রিয় অংশগ্রহণ বাড়ানো, মাদক ও এনডিপিএস বিরোধী ‘জিরো টলারেন্স’ নীতি শক্তিশালী করা, যুব সমাজকে অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে উপযুক্ত সুযোগ সৃষ্টি করার বিশেষভাবে আলোচনা হয়। বৈঠকে গ্রাম কর্তৃপক্ষ আসাম রাইফেলসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা সংক্রান্ত কর্মকাণ্ডে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *