কাছাড় ও জিরিবাম জেলায় শিশু দিবস উদযাপন আসাম রাইফেলসের

বরাক তরঙ্গ, ১৫ নভেম্বর : কাছাড় ও জিরিবামের বিভিন্ন স্থানে শিশুদের নিয়ে দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন অর্থাৎ শিশু দিবস পালন করল আসাম রাইফেলস। শুক্রবার এ উপলক্ষে শিলচর, কদমতলা, বড়বেকরা এবং তমেংলং জেলার কাইমাই এলাকায় অনুষ্ঠিত হয় বিশেষ অনুষ্ঠান। শিশু দিবসের আনন্দকে আরও অর্থবহ করে তুলতে বিভিন্ন মনোরঞ্জনমূলক কর্মসূচির আয়োজন করা হয় আসাম রাইফেলসের পক্ষ থেকে।

মোট ৩৫০ জন শিশু এবং ২৮ জন শিক্ষক এই উদ্‌যাপনে অংশ নেন। খেলাধুলা, সিনেমা প্রদর্শন, বৃক্ষরোপণ, কেক কাটা এবং শিশুদের জন্য বিশেষ ভোজ—সব মিলিয়ে ছিল উৎসবের প্রধান আকর্ষণ।

স্থানীয় স্কুলের শিশুদের পাশাপাশি সেনা শিবিরের শিশুরাও বিভিন্ন কার্যক্রমে নিজেদের প্রতিভা ও সৃজনশীলতা তুলে ধরে। এই উদ্‌যাপন স্থানীয় জনগণ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সৌহার্দ্য, ঐক্য এবং বন্ধুত্বের সম্পর্ক আরও মজবুত করে তোলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *