অসম পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল ঘোষণা, উত্তীর্ণ ৯১৩ জন
বরাক তরঙ্গ, ১৭ জানুয়ারি : বুধবার অসম পাবলিক সার্ভিস কমিশনের ফলাফল ঘোষণা করা হয়েছে। মোট ৯১৩ জন পরীক্ষার্থী পাস করেছেন। অসম সিভিল সার্ভিসের পদে ৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। অসম সিভিল সার্ভিসে শীর্ষে উঠেছেন গৌরীপুরের রচিকা ইসলাম। অসম পুলিশ সার্ভিসের শীর্ষ পদে হোজাইয়ের রোহিত চৌধুরী। শ্রম আধিকারিক তালিকায় শীর্ষে রয়েছেন দর্শনা উপাধ্যায়।
অসম ফিনান্সিয়াল সার্ভিসেস কমিশনের (AFSC) পরিচালনা পর্ষদ কর সুপারিনটেনডেন্টে কৌস্তভ ডেকা, হৃদয়ানন্দ ব্রহ্মাকে এক্সাইজ সুপারিনটেনডেন্ট এবং শ্রুতি পরাশরকে জেলা পরিবহণ আধিকারিক নিযুক্ত করেছে। অসম বিত্ত সেবা আয়োগের বনশ্রী বৈশ্যকে, ব্লক ডেভেলপমেন্ট অফিসার কমলেশ দত্ত এবং প্রতিক্ষা দে-কে জেলার সহকারী পরিচালক নিযুক্ত করেছে।
সমবায় সমিতির সহকারী নিবন্ধক হিমাংশু শেখর শর্মা, সহকারী শিক্ষা অফিসার নয়নজ্যোতি বর্মণ, প্রশাসনিক সংখ্যালঘু বোর্ডের হিমাংশু বরা, কর পরিদ্শক পদে বন্দনা ভূঁইয়া, শ্রম পরিদর্শক পদে পীযূষ গারোদিয়া, আবগারি পরিদর্শক প্রণয় শর্মা, সহকারী রিক্রুটমেন্ট অফিসার হিসেবে চর্নিকা, সহকারী পঞ্জীয়ক দিব্যজ্যোতি দাস, সহকারী পরিদর্শন কর্মকর্তা চিন্ময় তালুকদার, সহকারী ট্রেজারি অফিসার পদে নীলাদ্রি মহন্ত, মাধ্যমিক শিক্ষা পরিষদের গাইডেন্স কাউন্সিলর পাঞ্চালি দেবী, সংখ্যালঘু উন্নয়ন পর্ষদের সহকারী আধিকারিক ময়ূরী শর্মা এবং সেচ বিভাগের গবেষণা বিভাগের সহায়ক পদে চিন্ময় শৈলেন্দ্র কলিতা।
দীপ দাসকে জলসেচ সহকারী জনসংযোগ আধিকারিক, জলসেচের রুপম সিন্ধু কলিতাকে সহকারী গবেষণা অফিসার, কৃষ্ণ কাক্ষী তালুকদারকে শিল্প ট্রাইব্যুনালের রেজিস্ট্রার, আহমেদ ফারাজকে পরিবহন জরিপ গবেষণা সহকারী এবং সুকন্যা মুর্খাজিকে অসম আরবান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের জুনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে।