শিলচরে খালি পদ পূরণের দাবিতে বিক্ষোভ অসম প্রবেনশিয়াল ব্যাঙ্ক কর্মীদের  

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : অসম প্রবেনশিয়াল ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের উত্তরপূর্বাঞ্চলে ব্যাঙ্ক গুলোতে চাকরির নিয়োগের দাবিতে অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখার ব্যাঙ্ক কর্মচারীরা শিলচর রাঙ্গিরখাড়িস্থিত কানাড়া ব্যাঙ্কের নীচে বিকেল সাড়ে পাঁচটা থেকে বিক্ষোভ প্রদর্শন করেন। এতে উপস্থিত ছিলেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্কে সহ অন্যান্য ব্যাঙ্কের কর্মচারীরা। তাঁদের দাবি সমগ্ৰ উত্তরপূর্বাঞ্চলের ব্যাঙ্ক গুলোতে অতিঃস্বতর খালি থাকা ক্যালিকেল পোস্টগুলোতে স্থায়ীভাবে নিযুক্তি প্রদান করা হয়। যাতে ব্যাঙ্কের গ্ৰাহকরা ব্যাঙ্কিং সেবা পেতে কষ্ট না হয় এবং ব্যাঙ্কে যদি খালি থাকা পোস্ট গুলোতে নব নিযুক্তি হলে শিক্ষিত থাকা অনেক বেকার ছেলে-মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।

এদিন বিক্ষোভে উপস্থিত ছিলেন ব্যাঙ্ক কর্মী জয়দীপ পাল, দেবদত্ত বিশ্বাস, সুরজ বনিক, প্রণয় দত্তগুপ্ত, স্বপ্না নাথ, রত্নরাজ বোস, দীপ শেখর দেব প্রমুখ।

শিলচরে খালি পদ পূরণের দাবিতে বিক্ষোভ অসম প্রবেনশিয়াল ব্যাঙ্ক কর্মীদের  
শিলচরে খালি পদ পূরণের দাবিতে বিক্ষোভ অসম প্রবেনশিয়াল ব্যাঙ্ক কর্মীদের  

Author

Spread the News