জাহাঙ্গীর হত্যার তদন্ত সিআইডির হাতে তুলে দিল অসম পুলিশ

বরাক তরঙ্গ, ২৭ জুন : অপ্রত্যাশিতভাবে অসম পুলিশ শেষ পর্যন্ত হাল ছেড়ে দেয়। ঢাকুয়াখানায় জাহাঙ্গীর হুসেন হত্যার তদন্ত শেষ পর্যন্ত অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করেছে অসম পুলিশ। অসম পুলিশের মহাপরিচালক জ্ঞানেন্দ্রন প্রতাপ সিংয়ের নির্দেশে সিআইডিকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

অসমের পুলিশ মহাপরিদর্শকের স্বাক্ষরিত একটি নির্দেশনার ভিত্তিতে বৃহস্পতিবার ঢাকুয়াখানা থানায় ভারতীয় দণ্ডবিধির ধারা 120(B)/302/201/34 এর অধীনে 39/2024 এবং ভারতীয় দণ্ডবিধির 120(B)/302/201/34 ধারার অধীনে 348/2024 মামলা হস্তান্তর করা হয়।

দুটি মামলার তদন্ত করবে সিআইডি। আসাম পুলিশের লজ্জাজনক ব্যর্থতা এবং নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে সামান্য ক্লু খুঁজে না পাওয়ায় তার অকার্যকর ভূমিকার পরে, সিআইডি এবার কী সাফল্য দেখায় সেটাই দেখার বিষয়। সিআইডির আইজিপি সংযুক্তা পরাশর শুরু থেকেই সক্রিয়ভাবে এই হত্যাকাণ্ড পর্যবেক্ষণ করছেন।

Author

Spread the News