অসম-মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল ৬ ও ৭ই হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ১ ফেব্রুয়ারি : প্রথমবারের মত অসম ও মিজোরাম সরকারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে বর্ডার ফেস্টিভ্যাল তথা সীমান্ত উৎসব। উদ্দেশ্য উভয় রাজ্যের মধ্যে সম্প্রতি আরও দৃঢ় কর। তাই আয়োজক হাইলাকান্দি জেলা প্রশাসনের পদস্থ কর্তারা এখন এই অনুষ্ঠানকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে।
রাজ্যের আরও দুইটি স্থানের সঙ্গে হাইলাকান্দি জেলাতেও আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি অসম-মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে। হাইলাকান্দি জেলার মণিপুর-নিষ্কর জিপির অন্তর্গত মণিপুর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এই মৈত্রী উৎসবকে ঘিরে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক আয়োজন করা হয়েছে। এতে অসম ও মিজোরামের প্রশাসনিক উচ্চ পদস্থ আধিক্যসহ সাধারণ জনগণ অংশ গ্রহণ করবেন।

সাজিয়ে তোলা হচ্ছে মণিপুর মিনি স্টেডিয়াম, পরিদর্শনে জেলাশাসক___

মঙ্গলবার দক্ষিণ হাইলাকান্দির জেলার অভিজিৎ নাগ মিনি স্টেডিয়ামে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জেলাশাসক নিসর্গ হিবরে, ডিডিসি ইএল ফাইরেন, অতিরিক্ত জেলাশাসক জ্যোতির্ময় দৈমারী সহ বিভিন্ন বিভাগের আধিকারিক উপস্থিত ছিলেন। এতে পুস্তক বিপননী সহ বিভিন্ন বিভাগের প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল ম্যাচ ইত্যাদি থাকবে। এনিয়ে এখন জেলার বিভিন্ন প্রান্তে প্রচার চলছে। তাই মঙ্গলবার জেলাশাসক মিনি স্টেডিয়াম পরিদর্শন করে বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে এক প্রস্তুতি বৈঠক করে বিভিন্ন অনুষ্ঠানের রূপ রেখা তৈরী করেন। এনিয়ে জেলা প্রশাসন বিভিন্ন উপসমিতি গড়েছে।

অসম-মিজোরাম বর্ডার ফেস্টিভ্যাল ৬ ও ৭ই হাইলাকান্দিতে

উল্লেখ্য, গত ৩০ ও ৩১ জানুয়ারি এই উৎসব আয়োজনের কথা থাকলেও গুণোৎসবের জন্য সূচী পরিবর্তন করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের জনগনের সহযোগিতা কামনা করা হয়েছে।

Author

Spread the News