দাবায় অসম সেরা দেবারতি দে জাতীয় প্রতিযোগিতার ছাড়পত্র
বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : লখিমপুরে অনুষ্ঠিত আন্তঃজেলা অনূর্ধ্ব ১৩ মহিলা দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন শিলচরের দেবারতি দে। সেই সুবাদে অল ইন্ডিয়া অনূর্ধ্ব ১৩ দাবা প্রতিযোগিতায় অসমের প্রতিনিধিত্ব করার ছাড়পত্র আদায় করে নিলেন দেবারতি। ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত তেলেঙ্গানায় বসছে এবারের জাতীয় অনূর্ধ্ব ১৩ মহিলা দাবার আসর। দেবারতি অতীতেও সাফল্য পেয়েছেন। গত বছর, অর্থাৎ ২০২২ সালে অনূর্ধ্ব ১২ বয়স গ্রুপে রাজ্য চ্যাম্পিয়ন হয়ে জাতীয় আসরে অংশ নেন।
খেলা হয়েছিল মধ্যপ্রদেশের মান্ডি শহরে। দেবারতির কোচ হিসেবে রয়েছেন ই- ফোর চেস অ্যাকাডেমির কর্ণধার রাজদীপ দাস। দেবারতির বাবা শিলচর বাণীপাড়ার বাসিন্দা বাসবজিৎ দে তাঁর মেয়ের এই সাফল্যে দারুণ খুশি। প্রসঙ্গত, এর আগে গত জুলাই মাসে নামরূপে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৫ আন্তঃজেলা দাবা প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছিলেন দেবারতি। এর ফলে ডিসেম্বর মাসে মহারাষ্ট্রের জলগাঁওয়ে অনুষ্ঠেয় জাতীয় অনূর্ধ্ব ১৫ আসরেও অংশ নেবেন।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।