অসম-আগরতলা জাতীয় সড়ক মরণফাঁদে পরিণত, জনজীবন বিপর্যস্ত
পিএনসি, ধর্মনগর।
বরাক তরঙ্গ, ১২ সেপ্টেম্বর : ৮ নম্বর অসম-আগরতলা জাতীয় সড়ক মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়দের জীবনযাত্রায় এক চরম সমস্যা হয়ে উঠেছে। যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। পুকুর সম গর্ত সৃষ্টি হয়েছে সড়কে।
ত্রিপুরার চুড়াইবাড়ি থানার সামনের শনিচড়া রোডটি বেহাল অবস্থায় রয়েছে। সড়কটি প্রায় নব্বই শতাংশ খাদে পরিণত হয়েছে। সড়কটি সংস্কার বা সংস্কার না করায় লরি চালকদের প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হচ্ছে। বেহাল সড়কের দূরুন রাজ্যের বাইরে থেকে আসা লরি চালকরা সহ স্থানীয় অটো চালক, ই-রিকশা চালক বা বাইক চালক সবাই এই সমস্যার মুখোমুখি হয়ে ক্ষভে ফুঁসছেন। বেহাল সড়কের জন্য প্রায়ই ছোট-বড় যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে।
সড়কের দুই পাশের কালভার্ট ও ড্রেন মান্ধাতার আমল থেকে বন্ধ রয়েছে। ফলে বৃষ্টির জল, অন্যদিকে পাহাড়ের মাটি নেমে মরণফাঁদে পরিণত হয়েছে। চুরাইবাড়ি গেট থেকে শনিছড়ার দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। সড়কটি সংস্কারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগীরা।