আশা নেশা মুক্তি কেন্দ্রে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন

আশা নেশা মুক্তি কেন্দ্রে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন

বরাক তরঙ্গ, ২৬ জুন : প্রতি বছরের ন্যায় এবছরও শিলচর তারাপুর মজুমদার বাজারস্থিত আশা (এ-হোফ) নেশা মুক্তি কেন্দ্রে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করা হয়। এদিন সকালে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিশিষ্ট সমাজকর্মী তথা আকশা ছাত্র সংস্থার কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশ্বজিৎ দেব। নেশা মুক্তি কেন্দ্রের সম্পাদক সজল দেব তাঁকে সম্মান জানান।

এদিন বক্তব্যে বিশ্বজিৎ দেব বলেন, বিশ্বব্যাপী মাদক সমস্যা একটি বহুমুখী চ্যালেঞ্জ উপস্থাপন করে যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের জীবনকে স্পর্শ করে। মাদক ব্যবহারের ব্যাধিতে ভুগছেন এমন ব্যক্তি থেকে শুরু করে মাদক পাচার এবং সংঘটিত অপরাধের পরিণতির সঙ্গে লড়াই করা সম্প্রদায় পর্যন্ত, মাদকের প্রভাব সুদূরপ্রসারী এবং জটিল। এই চ্যালেঞ্জ মোকাবেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রতিরোধ এবং চিকিৎসাকে অগ্রাধিকার দেওয়ার জন্য একটি বৈজ্ঞানিক প্রমাণ-ভিত্তিক পদ্ধতি গ্রহণ করা। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সঞ্জীব দেব, পিন্টু দাস, অর্পণ দত্ত, দিলারাম যোশী, রাহুল চন্দ প্রমুখ।

Spread the News
error: Content is protected !!