মণিপুরে নেট চালু হতেই নিখোঁজ দুইছাত্রের মৃতদেহের ছবি ভাইরাল

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : মণিপুরে ইন্টারনেট পরিষেবা পুনঃস্থাপনের চার মাস পর দুই ছাত্রের মৃতদেহ প্রকাশ্যে এসেছে। গত জুলাই মাসে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়।

ওই দুই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল এবং ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধারের পর তাদের লাশ পাওয়া গেছে। মণিপুর সরকার বলেছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) দুই ছাত্রের মৃত্যুর তদন্ত করবে।

কিন্তু মণিপুর পুলিশ কেন এত দিন ওই ছাত্রের খোঁজ করতে পারেনি তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দুটি ছবি যে প্রকাশ্যে এসেছে। ১৭ এবং ২০ বছর বয়সী দুই শিক্ষার্থীকে দুটি ছবিতে দেখা গেছে।

একটি ফটোতে তাদের বসে থাকা দেখা যায় এবং অন্যটিতে তাদের দেহ রয়েছে। হাতে অস্ত্র নিয়ে লাশের পেছনে অপেক্ষা করছে দু’জন। ছবি দুটি ভাইরাল হয়েছে এবং ঘটনাটি দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে।

গত জুলাই মাসে ওই দুই শিক্ষার্থী নিখোঁজ হয়। তল্লাশি অভিযানের সময় স্থানীয় সিসিটিভি ক্যামেরায় তাদের দেখা গেলেও কোনো চিহ্ন পাওয়া যায়নি।

দুই ছাত্রকে বিদ্রোহীরা হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের হত্যাকারীদের এখনো শনাক্ত করা যায়নি। মণিপুর প্রশাসন বলেছে যে তারা ফটোগুলির পিছনে সন্দেহভাজন দুই ব্যক্তিকে সনাক্ত করতে একটি বিশেষ সাইবার ফরেনসিক পরীক্ষা পরিচালনা করবে।

মণিপুর সরকার দুটি ছবি নিয়ে একটি বিবৃতি জারি করেছে। এক বিবৃতিতে তারা বলেন, দুই ছাত্রের লাশের বিষয়টি রাজ্য সরকারের নজরে এসেছে।

রাজ্যের মানুষের দাবি অনুযায়ী ঘটনার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশও ঘটনার তদন্ত করছে। দুই সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা করছেন তদন্তকারীরা। তাই জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে রাজ্য প্রশাসন।

Author

Spread the News