সোনাইয়ে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা আর্যভট্টের

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্র সোনাইয়ে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা ‌সোনাই মডেল প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হয়। শুরুতে অনুষ্ঠানিকতা করে এর সূচনা করেন ক্লাবের সভাপতি আশরাফ হোসেন লস্কর, এরপর স্বাগত বক্তব্য় রাখেন ব্লক সংযোজক রাগিব হোসেন চৌধুরী। পোস্টার ড্রইং এক্সটেম্পুর স্পিচ, মডেল তৈরি এবং আইডিয়া কম্পিটিশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর ফলাফল নিম্নরূপ পোস্টার ড্রইংয়ে প্রথম আবশার সুলতানা লস্কর (হোলি লাইট ইংলিশ স্কুল), দ্বিতীয়
চাঁদনী দাস (সোনাই এনজি এইচএস স্কুল)ও তৃতীয় হয়েছে মন্টি দাস (সোনাই এনজি এইচ এস স্কুল)

মডেল নির্মাণ প্রতিযোগিতায় প্রথম স্থান দখল করেছে যুগ্মভাবে নিমৃত দাস ও রাহি দাস (নূতন কাঞ্চনপুর এমই স্কুল), দ্বিতীয় স্থানে পূজা দেবনাথ, মিথুশ্রী নাথ এবং সামিমা আক্তার মজুমদার, (সোনাই এনজি এইচএস স্কুল) ও তৃতীয় কে কৃষ্ণমুরারি মিশ্র (হোলি লাইট ইংলিশ স্কুল)।

এক্সটেম্পোর (তাৎক্ষণিক) বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম হয়েছে আবশার সুলতানা লস্কর, (হোলি লাইট ইংলিশ স্কুল), দ্বিতীয় শ্বেতা চতুর্বেদী (হোলি লাইট ইংলিশ স্কুল) ও তৃতীয় কে কৃষ্ণমুরারি মিশ্র।

আইডিয়া প্রতিযোগিতায় প্রথম আবশার সুলতানা লস্কর (হোলি লাইট ইংলিশ স্কুল)

তারপর পুরস্কার বিতরণ সভায় বক্তব্য রাখেন সোনাই খণ্ড শিক্ষা আধিকারিক নন্দিনী মুখার্জি, এসআই সনৎ কৈরী। সবাই বিজ্ঞান শিক্ষার গুরুত্ব প্রদান করেন এবং সোনাই আর্যভট্ট বিজ্ঞান কেন্দ্রের প্রশংসা করেন। সভা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সভাপতি ও লাইব্রেরিয়ান হামিদুল ইসলাম লস্কর এতে উপস্থিত ছিলেন সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিকের অধীনে কাজ করা বিআরপি ফিরুজ আহমেদ লস্কর, সিআরসিসি, আফসর হোসেন মজুমদার, মাসুদ আহমেদ লস্কর, জাবেদ আহমেদ। বিচারক হিসাবে উপস্থিত ছিলেন বিআরপি সাবিনা ইয়াসমিন মজুমদার ও সুজাতা রায় চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *