সোনাই কাঞ্চনপুরে অরুণোদয় বাছাইয়ে স্বজনপোষন, প্রতিবাদী সভা

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩১ ডিসেম্বর : অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপক বাছাইয়ে স্বজনপোষন ও প্রকৃতদের বঞ্চিত করার অভিযোগ উঠলো সোনাইয়ে। বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তা অরুণোদয় প্রকল্পের সদস্যের ফায়দা নিয়ে এই অনিয়ম করেছেন বলে গুরুতর অভিযোগ ওঠে। মঙ্গলবার সোনাইর ভাউরিকান্দি জিপির অন্তর্গত কাঞ্চনপুর গ্রামের ১৫৫ ও ১৫৬ নম্বর বুথ সেন্টারের পুরুষ মহিলারা মিলে এনিয়ে এক প্রতিবাদী সভা করেন। এতে মহিলারা জানান, অরুণোদয়ে নাম অন্তর্ভুক্ত করতে বুথ সেন্টারের দায়িত্বে থাকা বিজেপির কর্মকর্তারা তাদের কাছে অর্থ দাবি করেছেন। টাকা দিলে নাম অন্তর্ভুক্ত করা হবে। এতে প্রকৃত বহু মানুষ বাদ পড়েছেন বলে জানান তারা।

এদিন স্থানীয় নাগরিক মইন উদ্দিন আহমেদের পৌরোহিতে সভায় জাহানুর মজুমদার বলেন, গরিব পরিবারের জন্য দেওয়া সরকারের এই প্রকল্প নিয়ে অনিয়ম করা হচ্ছে। অর্থ আদায়ের স্বার্থে প্রকৃত লোকদের বঞ্চিত করা হচ্ছে। তাই নতুন ভাবে ফের তালিকা প্রস্তুত করতে তিনি দাবি জানান। এদিনের প্রতিবাদী সভায় এছাড়া বক্তব্য রাখেন সইফ উদ্দিন আহমেদ, আলি হোসেন, জিয়াবুর রহমান, মজিবুর রহমান, আব্দুল মনাফ প্রমুখরা। এদিন অরুণোদয়ে স্বজনপোষনের অভিযোগ ওঠে এই দুই সেন্টারের দায়িত্বে থাকা আহমেদ সামসুল, মসদদর আলি আহমেদ, উসমান গণি, আব্দুল খালির আহমেদ, সাবিদুর রহমান ও জিয়াবুর রহমান।

সোনাই কাঞ্চনপুরে অরুণোদয় বাছাইয়ে স্বজনপোষন, প্রতিবাদী সভা
Spread the News
error: Content is protected !!