বিহালী অভয়ারণ্যে বনকর্মীদের ওপর গুলি অরুণাচলি দুষ্কৃতকারীদের

বরাক তরঙ্গ, ১৮ ডিসেম্বর : উত্তর অসমে অবস্থিত চিরসবুজ বিহালী অভয়ারণ্যে চলছে অরুণাচলি দুষ্কৃতকারীদের নির্বিচার বনধ্বংস। বন ধ্বংসের মাধ্যমে ভূমি দখলের কাজ অব্যাহত রেখেছে অরুণাচলীয়রা।

মঙ্গলবার বিকেলে বিহালী অভয়ারণ্যের ভেতরে অরুণাচলি বনদস্যু ও অসমের বনকর্মীদের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। অরুণাচলের বনধ্বংসকারীদের আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হলে দুষ্কৃতকারী দলটি অসমের বনকর্মীদের লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায় এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বনকর্মীদের দল দুটি মেশিন করাত উদ্ধার করে। অভয়ারণ্যের ভেতরে গুলি চালিয়ে পালানোর পর অরুণাচল প্রদেশের চিজুচা পুলিশ থানায় অসমের বন কর্মকর্তাদের বিরুদ্ধেই এজাহার দাখিল করে দুষ্কৃতকারীরা। বনদস্যুদের দাবি, যে স্থানে তারা গাছ কাটছিল সেই এলাকা নাকি অরুণাচল প্রদেশের অন্তর্গত।

ইতিমধ্যে অসমের ভূখণ্ডে এই ঘটনার তদন্ত করতে বুধবার অরুণাচল পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *