অরুণাচল ও ত্রিপুরা বিজেপি, মণিপুর কংগ্রেসের দখলে

বরাক তরঙ্গ, ৪ জুন : উত্তরপূর্বাঞ্চলে অসমের ১১ টি আসন ছাড়া অরুণাচল ও ত্রিপুরার চারটি আসন বিজেপি দখল করেছে।

মেঘালয়ের দু’টি লোকসভা আসনের মধ্যে শিলং আসনে ভয়েস অব দ্য পিপল পার্টি (ভিওটিপিপি)-র ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন জয়ী হন।  তুরায় জয়ী হয়েছেন কংগ্রেসের সালেং এ সাংমা। এই আসন এনপিপি-র হাত থেকে তুরা আসন ছিনিয়ে নিয়েছে কংগ্রেস।

শিলং আসনের পিপল পার্টির প্রার্থী ড. রিকি অ্যান্ড্রু জে সিংকন ৫,৭১,০৭৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তিনি কংগ্রেস প্রার্থী বিদায়ী (তিনবারের) সাংসদ ভিনসেন্ট এইচ পালাকে ৩,৭১,৯১০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। ভিনসেন্ট পালা ভোট পেয়েছেন মোট ১,৯৯,১৬৮টি। তুরা আসনে কংগ্রেস প্রার্থী সালেং এ সাংমা পেয়েছেন ৩,৮৩,৯১৯টি ভোট। সালেং এ সাংমা এনপিপি প্রার্থী আগাথা কে সাংমাকে ১৫৫২৪১ ভোটে পরাজিত করেছেন। আগাথা সাংমা ২২৮৬৭৮টি ভোট পেয়েছেন। এছাড়া তৃণমূল কংগ্রেস প্রার্থী জেনিথ এম সাংমা পেয়েছেন ৪৮৭০৯ ভোট।

অরুণাচল প্রদেশের দু’টি আসন বিজেপির দখলে। বিপুল ভোটে জয়ী হয়েছেন কিরেন রিজিজু এবং তাপির গাও। কিরেন রিজিজু ২,০৫,৪১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। কংগ্রেস প্রার্থী নাবাম তুকিকে ১,০০,৭৩৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কিরেন।
নাবাম তুকি পেয়েছেন ১,০৪,৬৭৯ ভোট, নির্দলীয় প্রার্থী তেজি রানা পেয়েছেন ৩৩,৩১৪ ভোট, গণ সুরক্ষা পার্টির প্রার্থী টোকো শীতল পেয়েছেন ৩০,৫৩০ ভোট। এদিকে, অরুণাচল পূর্ব আসনে বিজেপি প্রার্থী তাপির গাও ১৪৫৫৮১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাপির গাও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বসিরাম সিরানকে ৩০৪২১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। বসিরাম সিরাম পেয়েছেন ১১৫১৬০ ভোট, নির্দলীয় প্রার্থী তামাত গামোহ পেয়েছেন ২৭৬০৩ ভোট।

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব পেয়েছেন ৮ লক্ষ ৮১ হাজার ৩৪১ ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা পেয়েছেন ২ লক্ষ ৬৯ হাজার ৭৬৩ ভোট। এসইউসিআই প্রার্থী অরুন কুমার ভৌমিক পেয়েছেন ৮ হাজার ৭৮৪ ভোট।  বিশাল ভোটের ব্যবধানে জয়ী হন বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মণ পেয়েছেন ৭ লক্ষ ৭৭ হাজার ৪৪৭ ভোট। ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৬২৮ ভোট। বাকি নির্দল প্রার্থীরা কেউই ১০ হাজারের বেশি ভোট পাননি। নোটাতে ভোট পড়েছে ১৮ হাজার ৩০৩ টি ভোট।

মিজোরামে শাসক দল জোরাম পিপলস মুভমেন্ট (জেডপিএম)-এর প্রার্থী লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। জেডপিএম প্রার্থী রিচার্ড ভ্যানলালামংগাইহা ২,০৮,৫৫২ ভোট পেয়ে মিজোরাম আসনে জয়ী হয়েছেন। মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রার্থী কে ভানলালভেনাকে ৬৮২৮৮ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন রিচার্ড ভ্যানলালামংগাইহা। ভানলালভেনাকে মোট ভোট পেয়েছেন ১,৪০,২৬৪টি। কংগ্রেস প্রার্থী লালবিয়াকজামা পেয়েছেন ৯৮৫৯৫ ভোট, বিজেপি প্রার্থী ভ্যানলালহামুয়াকা পেয়েছেন ৩৩৫৩৩ ভোট, নির্দলীয় প্রার্থী লালহরিয়াত্রেঙ্গা চাংতে পেয়েছেন ৪,৭০৬ ভোট, মিজোরাম পিপলস্ কনফারেন্স প্রার্থী রিতা মালসাউমি পেয়েছেন ৩৭৯৩ ভোট। নোটায় ভোট পড়েছে ১,৮৯৩টি।

নাগাল্যান্ডের একমাত্র আসনেও জয়ী কংগ্রেস। সেখানে জয় পেয়েছেন হাত শিবিরের প্রার্থী সুপংমেরেং জামির।

সিকিমের ওই একই নামের লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছে সে রাজ্যের শাসকদল তথা এনডিএ-র শরিক দল সিকিম ক্রান্তিকারী মোর্চা (এসকেএম)।

মণিপুরের দু’টি আসনে কংগ্রেস জয়ী হয়। আঙ্গোমচা বিমল আকোইজাম ১,০৯,৮০১ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী এবং রাজ্যের শিক্ষামন্ত্রী থাউনাওজাম বসন্ত কুমার সিংকে পরাজিত করে ইনার মণিপুর লোকসভা আসনে জয়ী হয়েছেন। কংগ্রেসের আলফ্রেড কাঙ্গাম আর্থার আউটার মনিপুর (এসটি) আসনে ৮৩ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।

Author

Spread the News