বিশিষ্ট সঙ্গীত শিক্ষক পঙ্কজ নাথের প্রতি কৃতজ্ঞতা শিল্পী বাপী রায়ের
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ মে : রবীন্দ্রনাথের জন্মজয়ন্তীকে কেন্দ্র করে রবিবার শিলচরের বঙ্গভবনে আয়োজিত “শতকন্ঠে সহস্র কন্ঠে” অনুষ্ঠানের ঐতিহাসিক মঞ্চে এই অঞ্চলের বিশিষ্ট সঙ্গীত শিক্ষক তথা রবিধারার কর্ণধার পঙ্কজ নাথ সহ বিশিষ্টজনদের শাল ও স্মারক হাতে তুলে দিয়ে সম্মান জানানো হয়। সেই সম্মানে ভূষিত হওয়া সঙ্গীত শিল্পী বাপী রায় আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সঙ্গীত শিক্ষক পঙ্কজ নাথ হচ্ছেন তাঁর সঙ্গীতের প্রশিক্ষক। রবিধারার সার্থক প্রচেষ্টায় এতো মনোমুগ্ধকর ও পবিত্রতায় পূর্ণ অনুষ্ঠানে আমাকে সম্মান জানানোর জন্য শ্রদ্ধেয় পঙ্কজ নাথকে অশেষ ধন্যবাদ জানান সেই সঙ্গে সহযোগে যাঁরা ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানান। হঠাৎ করে এই প্রাপ্তি তাঁর জীবনকে সমৃদ্ধ করে দিল। জীবনে অনেক সম্মান পেয়েছেন কিন্তু এই সম্মান তাঁর জীবনের অনেক বড় প্রাপ্তি। সবাইকে নিয়ে চলার যে উদাহরণ সৃষ্টি করছেন পঙ্কজ নাথ, সেটা সত্যিকারের অর্থে শিক্ষনীয়।
তাঁর জীবনে চলার পথে দু’টি বড় প্রাপ্তি মৃত্যু পর্যন্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রথমটা, গানমেলা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকেই গান মেলা কমিটির সদস্যরা জন্মদিন পালন করে তাঁকে যে ভালবাসা ও খুশি দিয়েছেন তা তিনি ভুলতে পারবেন না, আর দ্বিতীয় রবিধারার ঐতিহাসিক অনুষ্ঠানে গুরুর হাতে সম্মান।