বাজারিছড়ায় এক বাড়িতে পুলিশের অভিযান, ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার যুবক
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৮ জানুয়ারি : বাজারিছড়া থানার পুলিশের তৎপরতায় সোমবার গভীর রাতে ছলামনা গ্রামে এক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম মুনাফ উদ্দিন (২৯)। জানা গেছে, এক গোপন সূত্রে পাওয়া সংবাদের উপর ভিত্তি করে বাজারিছড়া থানার ওসি নীলভজ্যোতি নাথের নেতৃত্বে পুলিশের একটি দল রাতে অভিযানে নেমে সফলতা পায়। অভিযানের সময় মুনাফ উদ্দিনের বাড়ির শোবার ঘর থেকে লুকিয়ে রাখা এক হাজার স্ট্রিপ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট গুলোর কালোবাজারে মূল্য আনুমানিক পাঁচ লক্ষ টাকা বলে জানা গেছে।
এমর্মে বাজারিছড়া থানার ওসি জানিয়েছেন, মুনাফ উদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এতে আরো কেউ জড়িত রয়েছে কি না জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। মঙ্গলবার ধৃতকে জেলা সিজেএম আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে এদিনই জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে।