গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয় উদ্বোধন

গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয় উদ্বোধন

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে উদ্বোধন হল শিলচর রামনগরের সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়। রবিবার চিরুকান্দিতে মসজিদ কমপ্লেক্সের ভবনে ফিতা কেটে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিরা। সংস্থার স্থায়ী সভাপতি আলহাজ মণির উদ্দিন মাঝারভূইয়ার পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দীর্ঘদিন ধরে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কাজকর্মের প্রশংসা করেন।

অনুষ্ঠানের মুখ্য অতিথি ডনবস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি যোশেফ বলেন, সমাজের জন্য কাজ করা প্রত্যেক মানুষের দায়িত্ব এবং কর্তব্য। আর এই দায়িত্ব এবং কর্তব্য নিষ্ঠার সাথে পালন করছে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন। এক্ষেত্রে সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্করের ভূমিকার প্রশংসা করেন তিনি। সংস্থাটি আগামীতেও সামাজিক কাজকর্ম অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। সামাজিক কাজে ডনবস্কো স্কুল সংস্থার পাশে থাকবে বলেও আশ্বাস দিয়েছেন ব্রাদার রেজি যোশেফ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাজু দেব, আদন মিয়া, ওয়াকফ স্টেটের মুতল্লি গিয়াস উদ্দিন বড়ভূইয়া, শিলচর আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি শশীন্দ্র দাস, সামসুল হক মজুমদার, রামনগরের প্রাক্তন জিপি সভাপতি রেহিম উদ্দিন হাজারি সহ বিশিষ্ট নাগরিকরা।

গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের কার্যালয় উদ্বোধন

সংস্থার সাধারণ সম্পাদক আতাউর রহমান লস্কর জানান, ২০০৮ সাল থেকে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন কাজ করে আসছে। কিন্তু এত দিন সংস্থার কোন কার্যালয় ছিল না। সবার সহযোগিতায় নতুন কার্যালয় চালু করা সম্ভব হয়েছে। এবার থেকে সংস্থা আর বেশি করে সামাজিক কাজকর্ম করতে মনোযোগী হবে। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রঞ্জিতা সিংহ , নিরূপমা সিংহ, রাহুল আমিন লস্কর, আবিদ হোসেন মাঝারভূইয়া, তনুপ্রিয়া দে, পায়েল দে, ইমরানা বেগম লস্কর, সিমি বেগম লস্কর, রেহানা বেগম লস্কর, আমিনুল হক লস্কর, হিফজুল আমিন বড়ভূইয়া, আমিনুল হক মজুমদার, শামিম আহমেদ লস্কর, জাবির হোসেন।

Author

Spread the News