জমি বিবাদের জেরে ভাইকে ট্র্যাক্টর দিয়ে পিষে খুন, গ্রেফতার
২৫ অক্টোবর : জমি বিবাদের জেরে ভাইকে ট্র্যাক্টর দিয়ে পিষে খুন করল এক ব্যক্তি। রাজস্থানের ভরতপুরে এমন নৃশংস ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তির মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তার ওপর দিয়ে আটবার ট্র্যাক্টর চালানো হয়। অভিযুক্ত দামোদর নামে ওই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ভরতপুর এলাকায় ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল বাহাদুর সিং এবং অতর সিংয়ের পরিবারের মধ্যে।
বুধবার সকালে বাহাদুর সিং তার দলবল নিয়ে একটি ট্র্যাক্টর সহ ওই জমিতে আসেন। কিছুক্ষণ পর এসে পৌঁছায় অতর সিংয়ের লোকজনও। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ লাগে। তাঁরা গুলির শব্দও শুনতে পান। সংঘর্ষের সময় অতর সিংয়ের ছেলে মাটিতে পড়ে গেলে তার ওপর দিয়ে ক্রমাগত আটবার ট্র্যাক্টর চালায় বাহাদুরের ছেলে দামোদর সিং। পরিবারের অন্যান্য সদস্যরা বাধা দিতে গেলেও কাজ হয়নি। গোটা ঘটনায় আহত হয়েছেন অন্তত আট ব্যক্তি। মামলা করা হয়েছে অতর সিংয়ের ছেলের বিরুদ্ধেও।