গ্রেফতার বিএনপি মহাসচিব, বৈঠক হাসিনার
২২ জুলাই : ইতিমধ্যে বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ নিয়ম সংশোধন করার রায় দিয়েছে। পাশাপাশি বিএনপি মহাসচিব আমির খসরু মাহমুদ চৌধুরীকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে। বাংলাদেশের তথ্য ও গণজ্ঞাপন বিষয়ক উপদেষ্টা সাজিব ওয়াজেদ জয় জানিয়েছেন, কোটা-বিরোধী আন্দোলনে যাঁদের যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিটি গঠন করা হয়েছে।
এ দিকে, কোটা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার তাঁর সরকারি বাসভবনে সেনা প্রধান ও দেশের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতি পর্যালোচনা করা হয় বলে খবর। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রক রবিবার ঢাকায় বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের ডেকে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করে। এদিকে রণক্ষেত্র বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬১।