ডাইনি সন্দেহে মহিলাকে পুড়িয়ে হত্যা, গ্রেফতার ৬

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : রাজ্যে ঘটেছে ডাইনি কাণ্ড। এবার ঘটনাটি ঘটেছে তেজপুরে। জেলার বাহবাড়িতে এক মহিলা ডাইনি সন্দেহে বলি হয়েছেন।

হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করেছে পুলিশ।ডাইনি সন্দেহে ওই মহিলাকে খুন করেছে অভিযুক্তরা। গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে অজয় ​​সংঘর, ধীরাজ ভগওয়ার, সুরজ ভাণ্ডার, পিংকু মালহার, বাইলা সংঘর এবং বাবুল নাগধর।

খবরে বলা হয়েছে, ডাইনি সন্দেহে ওই মহিলাকে জীবন্ত পুড়িয়ে মেরেছে অভিযুক্তরা। মহিলার দেহ ময়নাতদন্তের জন্য তেজপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

Author

Spread the News