উৎকোচ : গ্রেফতার বিইও সহ প্রধান শিক্ষক
বরাক তরঙ্গ, ১২ মার্চ : ফের উৎকোচ নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল একজন শিক্ষককে। নারায়ণপুরে দুর্নীতি নিবারণ শাখার কর্মকর্তারা অভিযান চালিয়ে শিক্ষককে গ্রেফতার করেন। বুধবার শিক্ষক মাহিম দেবজিৎ শইকিয়াকে দশ হাজার টাকা সহ হাতেনাতে আটক করা হয়।
ধৃত শইকিয়া লখিমপুর জেলার রংপুর বেতানি এলপি স্কুলের প্রধান শিক্ষক। বিইও, নারায়ণপুরের বিইও অফিস চত্বরে তাকে গ্রেফতার করা হয়। ব্লক শিক্ষাধিকারিক পদ্মেশ্বর বরা মাহিম দেবজিৎ শইকিয়ার গাড়িতে টাকাগুলো রেখে ছিলেন বলে জানা যায়। তাকেও গ্রেফতার করা হয়।