কেজ কমবেট প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন হাসানের

নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৫ ডিসেম্বর : গুয়াহাটিতে অনুষ্ঠিত কেজ কমবেট প্রতিযোগিতায় গোল্ড মেডেল অর্জন করে কাছাড়ে নাম উজ্জ্বল করলেন সোনাই শহরের সাত নম্বর ওয়ার্ডর উত্তর মোহনপুরের হাসান আহমেদ। রবিবার গুয়াহাটিতে BIDAN MMA & FITNESS GYM এর অধীনে আয়োজিত প্রতিযোগিতায় অংশ নিয়ে অসাধারণ কৃতিত্বের সঙ্গে গোল্ড মেডেল সহ প্রথম স্থান অর্জন করেন দিলোয়ার হোসেনের একমাত্র পুত্র বছর সতেরোর হাসান আহমেদ। সোমবার এই কৃতিত্ব নিয়ে বাড়ি পৌঁছলে আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয়রা। বাড়িতে জড়ো হয়ে গ্রামবাসী হাসানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরকেও সাফল্যের বর্ণনা দেন হাসান। কোচ হাদিউজ্জামান চৌধুরী জানান, অভাব অনটনের বাধাকে উপেক্ষা মাত্র চার মাসের প্রশিক্ষণে কঠোর পরিশ্রম করে এই সাফল্য অর্জন করেছেন হাসান। গ্রামের ছেলের এই সাফল্যে গৌরবান্বিত এলাকাবাসী। হাসানের আরও উজ্জ্বল কামনায় তাঁর সঙ্গে থাকার প্রতিশ্রুতি দেন একাংশ গ্রামবাসী। এতে উপস্থিত ছিলেন নজরুল শেখ, এলাম উদ্দিন সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *