স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার দাবি আকসা-র
বরাক তরঙ্গ, ২৪ মে : ২৫ মে থেকে নওতাপের জেরে ঠানা নয়দিন তীব্র দাবদাহের নাসার সতর্কবার্তা প্রেক্ষিতে পড়ুয়াদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে বিশেষ ছুটি ঘোষণার জোরালো দাবি তুলল আকসা। শুক্রবার এক সাংবাদিক সন্মেলন ডেকে মুখ্যমন্ত্রি ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন আকসার কর্মকর্তারা। তাঁরা বলেন, চলতি দূর্বিসহ তাপমাত্রা সহ নাসার আগাম সতর্কবার্তার কথা মাথায় রেখে ছাত্রছাত্রীদের সুরক্ষায় স্কুলগুলি জরুরি ছুটি ঘোষণা অত্যন্ত আবশ্যক। কেননা, কম বয়সী পড়ুয়াদের কাছে উষ্ণায়নের মধ্যে স্কুলে ক্লাস করা বিপদ ঝুঁকির সম্ভাবনা রয়েছে।
এদিনের সাংবাদিক সন্মেলনে আকসার পক্ষে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যাপক নিরঞ্জন দত্ত, সাইদুর রহমান, সুকোমল দাস, জয়শ্রী নাথ, আফসনা সদিয়াল, বর্ষা দত্ত, সাথী দেব, শর্মিলা দাস, মোহিনী দাস ও অর্পিতা দেব।