ভবিষ্যৎ কর্মসূচি গ্রহণ বাকস এর, তিন জেলা কমিটিকে অনুমোদন

বরাক তরঙ্গ, ১০ সেপ্টেম্বর : রবিবার বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি রতন দেবের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় নবগঠিত তিন জেলা কমিটিকে অনুমোদন জানানো হয়। পাশাপাশি তিন জেলা কমিটির বর্ষসেরা ‌অনুষ্ঠানের দিনতিথি নিয়েও আলোচনা হয়। আসন্ন ‌দুর্গোৎসবের আগেই তিন জেলায় বর্ষসেরা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে এদিনের সভা।

এছাড়াও এদিনের কার্যকরী কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্তির জন্য শীঘ্রই একটি স্ক্রিনিং ‌কমিটি‌ গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। পাশাপাশি আসন্ন‌ মিডিয়া ক্রিকেট ফেস্ট-এর প্রস্তুতি এগিয়ে নিতে একটি কোর কমিটি এবং বাকস ওয়েলফেয়ার ফান্ড -এর জন্য তহবিল‌ সংগ্রহে মেম্বার্স ডোনেশন কুপন আয়োজনের জন্য কেন্দ্রীয় সভাপতি রতন দেবকে চেয়ারম্যান এবং সচিব রবি হাজামকে আহ্বায়ক মনোনীত করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন-দেবাশিস সোম (যুগ্ম আহ্বায়ক), শতানন্দ ভট্টাচার্য, যীশু শুক্লবৈদ্য এবং অভিজিৎ ভট্টাচার্য। এছাড়াও সংস্থার ভবিষ্যত কর্মসূচি নিয়ে বিশদ আলোচনা করেন উপস্থিত সদস্যরা।

বাকসের তিন জেলার নতুন কমিটি এরকমের কাছাড় জেলা:
সভাপতি: দেবাশিস সোম,
সহসভাপতি : সঞ্জয় রায়,
সচিব: অভিজিৎ ভট্টাচার্য,
কোষাধ্যক্ষ: ইকবাল বাহার লস্কর,
কার্যকরি সদস্য শুভেন্দু দাশ,
অরিন্দম গুপ্ত, অভিষেক ভট্টাচার্য,
রফিউল আলম রিন্টু, কিংকর দাস।

হাইলাকান্দি জেলা কমিটি এরকমের: সভাপতি রাহুল চক্রবর্তী, সহ সভাপতি দীপঙ্কর দত্ত, সচিব জাকির হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ প্রভাঞ্জন মালাকার। কার্যকরী সদস্য শঙ্কর চৌধুরী, অনুপম সিংহ, অমিত রঞ্জন দাস, বিধান সেন, কুনাল সেন, রামধন দাস ও আফজল হোসেন লস্কর।

করিমগঞ্জ কমিটি এরকমের:  সভাপতি জাকির হোসেন, সচিব যীশু শুক্লবৈদ্য, কোষাধ্যক্ষ শুভব্রত দাস, কার্যকরী সদস্য পদে অরূপ রতন, জগবন্ধু রায়, মাসুম চৌধুরী, বিভাষ দাস, সুকান্ত শর্মা, বিশ্বরূপ রায়, সঞ্জয় দাস, টিঙ্কু সেন, অভিজিৎ পাল, সুজয় ধর, অম্লান চক্রবর্তী, খায়রুল আলম চৌধুরী ও সনু ভট্টাচার্য।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News