আশ্রম রোড কাণ্ড : দুই অভিযুক্ত আটক, পুলিশকে সাধুবাদ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ মার্চ : আশ্রম রোডে সংঘটিত মারপিটের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও বাকিরা এখনও খোলা আকাশের নিচে বিচরন করছে। ঘটনার সত্যতা তদন্ত করে বাকি অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করে কারাগারে পাঠানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহতদের পরিবারের লোকেরা জানান, ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তরা অস্ত্র হাতে নিয়ে অবাধে ঘোরাফেরা করছে। যেকোনো মুহূর্তে তাঁরা আক্রমণ চালাতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয়রা আতঙ্কে দিন কাটাচ্ছেন।
ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্তে নেমে দুজন অভিযুক্তকে গ্রেফতার করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা। কিন্তু যারা এখনও প্রকাশ্যে বিচরন করছে তাদের অতি সত্বর গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আবেদন জানিয়ে আসন্ন নির্বাচনের আগে যাতে কোনোভাবেই তাঁদের জামিন না হয় তার জোরালো দাবি জানিয়েছেন এলাকার জনগণ।