আপনজনপল্লী এবারের দুর্গাপূজায় উমেদভবনের আদলে মণ্ডপ
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : এ বছরও দর্শনার্থী টানতে প্রস্তুতি শুরু করছে শিলচর বিলপার শঙ্করদীঘির পারে আপনজন সর্বজনীন দুর্গাপূজা কমিটি। ৭০ ফুট উঁচু, ২২০ ফুট চওড়ায় তৈরি হতে চলেছে রাজস্থানের উমেদভবনের আদলে মণ্ডপ। শঙ্কর দিঘির পাড় ঘেঁষে এমন রাজকীয় মণ্ডপ উপত্যকায় আগে কেউ দেখেনি—এমনটাই দাবি আপনজন কমিটির সম্পাদক রঞ্জন রায়ের। রবিবার বিকেলে এক সংবাদিক সম্মেলন ডেকে শিলচর বিলপার শঙ্করদীঘির পারে আপনজন সর্বজনীন দুর্গাপূজা কমিটির সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এবছরও অষ্টম দুর্গাপূজাকে কেন্দ্র করে প্যান্ডাল থেকে শুরু করে লাইটিং, প্রতিমায় নতুনত্বের চমক নিয়ে আসতে চলেছে বলে জানান ক্লাবের উপদেষ্টা বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সেইসঙ্গে আপনজন সর্বজনীন দুর্গাপূজাটি অল্প সময়ের মধ্যেই মানুষের মধ্যে সু-সম্পর্ক স্থাপন করতে সক্ষম হয়েছে বলে জানান।

সম্পাদক রঞ্জন রায় বলেন, এবারে তাঁদের দুর্গাপূজার মণ্ডপ তৃতীয়ার দিন উদ্বোধন হবে। এইবারের প্যান্ডেলটি তৈরির কাজ চলছে রাজস্থানের উমেদভবনের আদলে, সবকিছুর সঙ্গে সনাতনী সম্পূর্ণ নীতি ও নিয়ম মেনে করা হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত কমিটির সদস্যরা এই অঞ্চলের ধর্মপ্রাণ ভক্তবৃন্দদেরকে উপস্থিত থাকার অনুরোধ জানান। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি পরিমল পাল, কোষাধ্যক্ষ নবেন্দু পাল,নান্টু পাল,প্রণবাশিস কর, মিঠুন পাল, সুমিত পাল, রাজু পাল, তুহিন পাল প্রমুখ।