পাট ও নারিকেল গাছের পাতা দিয়ে তৈরি অ্যাপোলোর মণ্ডপ

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : সমাজের স্বার্থে প্রতি বছরই কোন না কোন বার্তা দিয়ে আসছে মেহেরপুর এলাকার অ্যাপোলো ক্লাব দুর্গাপূজা কমিটি। এবছরও তার কোনও ব্যতিক্রম ঘটেনি। প্লাস্টিক ও থার্মোকল বর্জন করার আহ্বান জানিয়ে এবছর তাঁরা মণ্ডপ এবং প্রতিমায় কোন ধরনের প্লাস্টিক বা থার্মোকল ব্যবহার করেনি। পাট ও নারিকেল গাছের পাতা দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে। পুরো মণ্ডপটি পাটের মাদুর দিয়ে তৈরি করা এবং ভেতরে নারকেল গাছের পাতা দিয়ে নানা কারুকার্য হয়েছে। এছাড়া প্রতিমা ক্রিস্টেল দিয়ে তৈরি করা হয়েছে।
ক্লাবের অন্যতম কর্মকর্তা জয়দীপ চক্রবর্তী জানিয়েছেন তারা পুজোর মাধ্যমে প্রতিবছরই সমাজকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালান। ৪১তম পুজোয় তারা প্লাস্টিক ও থার্মোকল বর্জনের আহ্বান জানিয়েছেন। গত বছর ট্রাফিক নিয়ম মেনে চলার জন্য মানুষকে সচেতন করতে মণ্ডপ তৈরি করা হয়েছিল এবং এর আগে নবপ্রজন্মকে বই পড়ায় উৎসাহ প্রদান করতে লাইব্রেরির আদলে মণ্ডপ তৈরি করা হয়েছিল। এবছর তারা প্লাস্টিক ও থার্মোকল বর্জন করার আহ্বান জানিয়ে তাঁরা তাদের মণ্ডপ এবং প্রতিমায় কোন ধরনের প্লাস্টিক ও থার্মোকল ব্যবহার করেননি। তিনি সমাজের স্বার্থে এসব বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন। এছাড়া আরেক সদস্য পুজো চলাকালীন কমিটির কর্মসূচি নিয়ে বলেন, অষ্টমীর দিনে স্থানীয় মহিলাদের জন্য মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ও শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবং নবমীতে মহাপ্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে।

এদিকে পুজো উপলক্ষে অ্যাপোলো ক্লাব আলোকসজ্জায় সাজিয়ে তুলেছে মণ্ডপ চত্বর। বিশাল তোরণ সহ বিভিন্ন ধরনের বৈদ্যুতিক লাইট লাগিয়ে আলোকিত করা হয়। এছাড়াও মণ্ডপের সামনে ‘নিজস্বী’ তোলার ব্যবস্থা রয়েছে। মণ্ডপের ভেতরে নারকেল গাছের পাতা দিয়ে তৈরি ময়ুর পাখি চোখে পড়ার মতো। পুজোয় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন কমিটির সম্পাদক আমিরলাল গোয়ালা ও সভাপতি প্রণয় চক্রবর্তী।

